ক) মিল লাইসেন্স ও খাদ্যশস্য ব্যবসায়ী লাইসেন্স প্রদানঃ আগ্রহী যে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান মিল লাইসেন্স অথবা খাদ্যশস্য ব্যবসায়ী লাইসেন্স করতে চাইলে অত্র দপ্তরের লাইসেন্স শাখায় অফিসের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। আবেদনের সহিত ৩ কপি পাসপোট সাইজের ছবি, আইডি কার্ডের ফটোকপি, মিল/দোকান টি যে জমির উপর প্রতিষ্ঠিত সে জমির দলিলের ফটোকপি, পরিবেশ অধিদপ্তর হতে সংশ্লিষ্ট মিলের অনুকুলে পরিবেশ সনদ জমা দিতে হবে।
খ) ওএমএস ডিলারশীপঃ আগ্রহী যে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান ওএমএস ডিলার হতে চাইলে অত্র দপ্তরের আবেদন জমা দিতে হবে। আবেদনের সহিত ৩ কপি পাসপোট সাইজের ছবি, আইডি কার্ডের ফটোকপি, দোকান টি যে জমির উপর প্রতিষ্ঠিত সে জমির দলিলের ফটোকপি, ব্যাংক কর্তৃক আর্থিক স্বচ্ছলতার সনদ সহ জমা দিতে হবে।
গ) খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমঃ জেলার উপজেলাধীন এলএসডি সমুহে ধান/চাল সংগ্রহ কার্যক্রম মনিটরিং করা । চুক্তিবদ্ধ মিলারা যাতে সরকারী বিনিদের্শ সম্মত চাল খাদ্যগুদামে সরবরাহ করে এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে উৎপাদিত ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারে সে বিষয়টি মনিটরিং করা।
ঘ) সিটিজেন চার্টার এর মাধ্যমে এলাকার সংশ্লিষ্ট জনসাধারণ কে কতুটুকু সুফল পেল তা মূল্যায়ন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS